চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:১৬ পিএম

অনলাইন সংস্করণ

আজ থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

ছবি: রূপালী বাংলাদেশ

২০২৩ সালের লোকসানের পরও আবারও এবছর চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন।চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহণের জন্য আজ সোমবার (১০ জুন) থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন।আজ বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা করবে ট্রেনটি।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানিয়ে বলেন, এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশন থেকে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা।চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য আব্দুল ওদুদ আজ ম্যাংগো স্পেশাল ট্রেনের শুভ উদ্বোধন করবেন বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোঃ ওবায়দুল্লাহ।

২০২৩ সালের লোকসানের পরও আবারও এবছর চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। আম পরিবহণের জন্য বিশেষায়িত ট্রেনটি চলবে আজ সোমবার (১০ জুন) থেকে। ২০২০ সালে প্রথমবারের মতো চালু করা হয় ম্যাংগো স্পেশাল ট্রেন। চার বছরে অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত এই ট্রেনে ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহণ করা হয়েছে। এর ভাড়া বাবদ রেলওয়ে আয় করেছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা। ওই চার বছরে ট্রেনটি চালাতে শুধু জ্বালানি খরচই হয়েছে ৯২ লাখ ৯১ হাজার টাকা। ফলে রেলের লোকসান হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৮৬০ টাকা। ঢাকায় নির্ধারিত স্টেশন থেকে তারা আম বিভিন্নভাবে পাঠিয়ে দিবে। ম্যাংগো স্পেশাল ট্রেনে এ বছর তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহণ করা হবে। এতে আম নষ্ট হবে না। এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই ট্রেনটি ঢাকা পৌঁছাবে বলে আশা তাদের।

মন্তব্য করুন