
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০২:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
মহান স্বাধীনতা দিবসে সাধারন মানুষের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পায়রা বন্দর স্টেশনের জাহাজ বিসিজিএস বগুড়া। বেলা বারোটায় প্রবেশাধিকার দেয়া হলে ঢল নামে বিভিন্ন শ্রেনী-পেশা-বয়সের মানুষ।
এসময় কোস্টগার্ড সদস্যরা আগত দর্শনার্থীদের কাছে জাহাজ পরিচালনা ও ব্যবহৃত বিভিন্ন বিষয়ে ধারনা প্রদর্শন করেন। পাশাপাশি উপকূলীয় এলাকায় মৎস্য সম্পদ ও নিরাপত্তা রক্ষায় তাদের কাজের ধরন সম্পর্কে অবহিত করেন। নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। বিকেল ৫টা পর্যন্ত জাহাজটি সবার জন্য উম্মুক্ত থাকে।
মন্তব্য করুন