
প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
মিঠাপুকুর( রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল রবিবার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মিঠাপুকুর ওভারপাসের নীচে অনুষ্ঠিত হয়েছে ।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সহ-সভাপতি হাফিজুর রহমান এবং কার্যকারী সদস্য আমিরুল কবির সুজন প্রমুখ। এসময় বক্তারা বক্তব্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত সাজা কার্যকরের দাবি জানান এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও সত্যের কণ্ঠস্বর। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরণের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাশ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন