প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০৬:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

 

অর্থনৈতিক প্রতিবেদকঃ

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, জানুয়ারির পর থেকে মূল্যস্ফীতি কমেছে। আরও কমানোর চেষ্টা চলছে।

এ সময় মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার আশা প্রকাশ করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এটি সময়ের ব্যাপার। এই সময়ে যে চাপ আসবে সেটিও ওভারকাম করতে হবে।

মন্তব্য করুন