
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ২ জনই স্থানীয় শিমলাপাড়া বাজারের ব্যবসায়ী।সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক হারুনুর রশিদ (৪০) উপজেলা শিমলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে ও টেইলার্স ব্যবসায়ী নিহত জাকির হোসেন (৪৫) একই গ্রামের বারেকের ছেলে। তারা দুজনই শিমলাপাড়া বাজারের ব্যবসায়ী এবং তারা দুজন সম্পর্কে ভায়রা ভাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে হতাহতরা মোটরসাইকেলে করে পাশের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক হারুন ও জাকির গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন।এসময় গুরুতর আহত জাকির হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে যান। হতাহতদের আবদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন