
প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৫, কুড়িগ্রাম-১ আসন। দীর্ঘ সময় ধরে কুড়িগ্রাম-১ আসন জাতীয় পার্টির দখলে রয়েছে। এই আসনে বার বার বিএনপির প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়ে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্লিন ইমেজের নেতা হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রতিনিয়ত নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহ্বানে ঘোষিত “জাতির মুক্তির সনদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা” প্রচারের অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের তিলাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধামের হাট এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য এস, এম জাহাঙ্গীর বাদশা টুটুল এবং তিলাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল শিকদার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক ওসমান। আরো উপস্থিত ছিলেন- তিলাই ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান কনক এবং প্রচার সম্পাদক বদিউল করিম বাবলু এবং তিলাই ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইদুল ও লুকমান, এবং সদস্য সচিব শাহীন আলম সোহেল সহ তিলাই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, সদস্য সিয়াম শিকদার ও সোহাগ সহ অনেকেই। এ সময় সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে ডাঃ ইউনুস আলী বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। বিএনপি এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে।
কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে মহান জাতীয় সংসদের ২৮, কুড়িগ্রাম-৪ আসন গঠিত। ব্রহ্মপুত্র, হলহলি, সোনাভরী, জিনজিরাম নদ নদী বিধৌত এ ভুখন্ডে অসংখ্য জলাশয়ের অস্তিত্ব বিদ্যমান। নদ-নদীর সাথে খাপ খাইয়ে এই জনপদের মানুষগুলো বেড়ে উঠা। বর্তমানে জলাশয়গুলোর মধ্যে নটান বিল, ইছাকুড়ি বিল, ভেড়ামারী বিল, আলীর ডোবা, মাদাইডাঙ্কার বিল, বাউশমারীর বিল, দেওকুড়া ইত্যাদি প্রাকৃতিক সোন্দর্য্য হয়ে আজো বিদ্যমান। চর কাজাইকাটা, চর শৌলমারী, ঘুঘুমারী, মিয়ারচর, ফুলকার চর, খেদাইমারীর চর, খেরুয়ার চর, ফ্যাইচকার চর, চর বোয়ালমারী, কুটির চর, ঝুনকির চর প্রভৃতি গ্রামগুলির নামকরণ থেকে এ অঞ্চলটি যে নদী গর্ভ থেকে জেগে উঠেছে। কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের ঐতিহ্যবাহী উপজেলা চিলমারী বাংলাদেশ সহ সারাবিশ্বে পরিচিত ''ওকি গাড়িয়াল ভাই খ্যাত ''হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে'' আব্বাস উদ্দিনের গানের কারণে। এখানেও ব্রম্মপুত্র আর তিস্তা প্রবাহিত। এখানে রমণীগুলো নদীর মতন, নদীও নারীর মতো কথা কয়। ২৮, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি দীর্ঘ সময় ধরে এলাকায় নির্বাচনী জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রতি এলাকায় গিয়ে প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে ঘুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, ১৯ দফা কর্মসূচী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছে। নারী জাগরণ, নারীর শিক্ষা বৃদ্ধি, নারীর মান উন্নয়নের সাথে নদীকে করতে হবে শাসন। নদী-নদীর ভাঙ্গাগড়ার খেলা বন্ধ করে রৌমারী, রাজিবপুর ও চিলমারীতে নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি কাজ যাচ্ছেন। মমতাজ হোসেন লিপি বলেন- এই ধান, এই প্রান এর সাথে জড়িয়ে আছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এই ধানক্ষেত, এই ধানের শীষ এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের শুভাশিস। কুড়িগ্রাম-৪ এবং আমার স্বপ্ন কখনো হবে না মোহভংগ। এজন্যে চাই এই জনপদের সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন। বিশেষ করে নারী গোষ্ঠীর প্রবল আগ্রহ আর আমার স্বপ্নের মাঝে সম্পূরক সম্পর্ক সৃষ্টি করে গড়ে তুলতে চাই শান্তির এক জনপদ।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৬, কুড়িগ্রাম-২ আসন। এই আসনে গত নবম জাতীয় সংসদের পূর্ব থেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কুড়িগ্রাম জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় রাজনৈতিক অঙ্গনে থেকে ২৬, কুড়িগ্রাম-২ আসনে তার ব্যাপক সমর্থক ও কর্মী বাহিনী গড়ে তোলার পাশাপাশি বিএনপিকে জেলার রাজনীতিতে শক্তিশালী হিসেবে গড়ে তুলেছেন। নানা কারণে ২৬, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীরা বার বার নির্বাচিত হলেও মুলত বিএনপি এই আসনে তাদের কোন দলীয় প্রার্থী সঠিক ভাবে মনোনয়ন না দেওয়ায় শরীক দলের প্রার্থীরা পরাজিত হয়েছে। বিগত কয়েকটি নির্বাচনের মধ্যে সোহেল হোসনাইন কায়কোবাদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হতেন বলে বিএনপির দলীয় সমর্থক নেতাকর্মীদের বিশ্বাস। জনপ্রিয়তার বিবেচনায় এবং ক্লিনিক ইমেজ সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিলে এক্ষেত্রে ২৬, কুড়িগ্রাম-২ আসনে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ নিশ্চিত দলীয় মনোনয়ন পাবেন বলে সকলের বিশ্বাস। আগামী সংসদ নির্বাচনে তাকে বাদ দিয়ে অন্য কোন প্রার্থী দিলে কোন ভাবেই বিজয়ী হতে পারবেন না সেই প্রার্থী। এ কারণে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের দাবি ইমেজ বিবেচনায় আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সবার শীর্ষে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৭, কুড়িগ্রাম-৩ আসন। এই আসনটি দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টি বা বিএনপির বিরোধী পক্ষের লোকজন তাদের দখলে রাখলেও এবার কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক আব্দুল খালেক ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি প্রতিনিয়ত এলাকায় এসে বিভিন্ন ইউনিয়নে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীর পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম থেকে শুরু করে বিএনপির পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। জননেতা আব্দুল খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনীতি শুরু করার পর পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের দুই বার সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সারাদেশ ব্যাপী একজন জাতীয় নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছে। তার সমর্থকদের দাবি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আস্তাভাজন হিসেবে জননেতা আব্দুল খালেক দেশব্যাপী বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ২৭, কুড়িগ্রাম-৩ আসনে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তবকপুর ইউনিয়ন শাখা কমিটির পরিচিতি সভা ও বিএনপির ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ অনুষ্ঠানে চলতি সাপ্তাহে অংশ নিয়ে সকলকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন