
প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
বুধবার(৯ জুলাই)সকালে নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান। পরে তিনি জেলা প্রশাসককে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তর ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক সকল কাজের ভূয়সী প্রশংসা করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃসজিব মিয়া-সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন