প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

জমি নিয়ে সংঘর্ষ :  নাগরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

 

 

জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫২)। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরও চারজন—রবিউল (২১), আজিজ (৩৫), আলী (৫৫) ও লাল হোসেন (৫০)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল বিএনপি নেতা মো. বাদশা মিয়ার সঙ্গে জব্বারের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বাদশা মিয়া জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

গত রবিবার আদালতে হাজিরা দিয়ে ফেরার পর রাতে বাদশা মিয়া জব্বারের পরিবারকে গালিগালাজ করেন। এর জের ধরে সোমবার ভোরে তিনি দলবল নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালান। তারা লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করলে জব্বারসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চিকিৎসক ডা. ফারহানা আফরোজ বলেন, “জব্বারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত মো. বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপ-জাতি বিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, বাদশা মিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও দলীয় প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস করেনি। 

মন্তব্য করুন