
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ ওসমান গনি (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি কটেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি ফতেপুর ইউনিয়নের আলম ফকির বাড়ির মোহাম্মদ সোলায়মানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনি কয়েক বছর আগে জীবিকার সন্ধানে বিদেশে গিয়েছিলেন। কিন্তু সেখানে আশানুরূপ কাজ ও উপার্জন না হওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। দেশে ফিরে কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, “ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। জানা গেছে, বিদেশে গিয়ে চাকরি ও আয়রোজগারে সফল হতে না পারায় মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল যুবকটি। সেই হতাশা থেকেই সে এই পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন