প্রকাশিত: ২১ ঘন্টা আগে, ০২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

শেরপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

 

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর  প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  সাবেক সভাপতি আবদুর রহিম দুলাল, বাংলাদেশ ইসলামী আন্দোলন শ্রীবরদী উপজেলা আমীর মাও : নজরুল ইসলাম, বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির উপজেলা সমন্বয়ক আবদুল মান্নান, প্রেসক্লাব শ্রীবরদী'র  সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন