
প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
আলামিন আলি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়াও বন্যার্তদের মাঝে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।
মন্তব্য করুন