
প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
রনজিত রায় নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বুধবার (৩০ জুলাই)সকালে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক ,সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক , সরকারি পরিদর্শক ,জেলা শিক্ষা অফিস মোঃ শামসুজ্জামান । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , ছাত্র-ছাত্রী, অভিভাবক গন , নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান প্রমুক।
অনুষ্ঠান শেষে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইসএসসি ব্যাচের শ্রেষ্ঠ শিক্ষার্থী ৩৬ জনের হাতে পুরস্কার তুলে দেন ।
মন্তব্য করুন