প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

এনসিপির গাড়িবহরে ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

বুধবার বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এনসিপির সমাবেশে যোগ দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ও উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

দুপুর ১টা ৩৫ মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে হামলা চালিয়ে সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।

এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালানো হয়।

 দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।

মন্তব্য করুন