রূপালী বিশ্ব

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৪, ০৫:১১ পিএম

অনলাইন সংস্করণ

সফলভাবে উৎক্ষেপণ ইউরোপীয় মহাকাশ যান আরিয়ান ৬

ছবি: সংগৃহীত

অবশেষে সফলভাবে উৎক্ষেপণ ঘটেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ’র ‘আরিয়ান ৬’ রকেটের। যা মহাদেশটির মহাকাশযাত্রায় সামগ্রিক প্রেক্ষাপট বদলে দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে ।

চার বছরের দীর্ঘ অপেক্ষার পর এ সফল উৎক্ষেপণের ঘটনাটি ঘটল। যার ফলে ‘স্পেসএক্স’-এর মতো কোম্পানির ওপর নির্ভর না করেই মহাকাশে নিজস্ব ফ্লাইট ও স্যাটেলাইট পাঠানোর সুযোগ পাবে ইউরোপ।

এ উৎক্ষেপণের মাধ্যমে আরিয়ান ৫ রকেটের স্থলাভিষিক্ত হল আরিয়ান ৬। যার সর্বশেষ উৎক্ষেপণ ঘটেছিল এক বছর আগে। এর পর থেকেই নিজেদের রকেট উৎক্ষেপণ সক্ষমতা ছাড়াই বিভিন্ন মিশন পরিচালনা করে আসছে ইউরোপ।

তবে অনেক আগে থেকেই প্রস্তুত ছিল নতুন এই আরিয়ান ৬ রকেট। ২০২০ সালে প্রথম উৎক্ষেপণের পর মিশনের কারিগরি ত্রুটির কারণে এর উৎক্ষেপণ অনেকবার পিছিয়েছে। যার ফলে নানামহল থেকে সমালোচনাও শুনতে হয়েছে সংস্থাটিকে।

মঙ্গলবার ৯ জুলাই বিকেলে ফ্রান্সে অবস্থিত নিজস্ব স্পেসপোর্ট থেকে রকেটটির প্রথম সফল উৎক্ষেপণের ঘোষণা দেয় ইএসএ, যার ফলে প্রকল্পটি যে কার্যকর ভূমিকা রেখেছে, তারও প্রমাণ মেলে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

নিজের প্রথম মিশনে রকেটটি একগুচ্ছ স্যাটেলাইট বহন করেছে।যেগুলো ভূপৃষ্ঠের ছয়শ কিলোমিটার ওপরের কক্ষপথে বসানো হয়েছে।

তথ্য : মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস।

মন্তব্য করুন