
প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্কঃ
পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে।
তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি।
এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।
বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি।
১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।
অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।
মন্তব্য করুন