প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:০৬ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে হাটহাজারীতে জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ



মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) জুমার নামাজের পর হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, হেফাজতের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির। তিনি বলেন, "দেশের ওলামায়ে কেরাম ও ইসলামপন্থী দলগুলোর টানা উদ্বেগ ও প্রতিবাদের পরও সরকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তিতে সই করেছে, যা দেশের স্বার্থবিরোধী। সরকার একতরফাভাবে জনগণের মতামত উপেক্ষা করে কোনো স্পর্শকাতর ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। মার্কিন স্বার্থে পরিচালিত জাতিসংঘের এই কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

সমাবেশে সভাপতির বক্তব্যে হাটহাজারী উপজেলা জমিয়তের সভাপতি ও হেফাজতের সহকারী মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদ বলেন, "জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হলে তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, পররাষ্ট্রনীতিতে জটিলতা তৈরি করবে, সার্বভৌমত্বকে দুর্বল করবে এবং চট্টগ্রাম অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এছাড়া এটি বিচ্ছিন্নতাবাদীদেরও উসকে দিতে পারে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সাদ বিন জাকির, মাওলানা আলি আকবর, এম ফুরকান আলি, হাফেজ সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান মারুফ, নুর আহমদ রাইহানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারী ডাকবাংলো থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদ্রাসা গেইটে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন