
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ
জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত কিন্ডারগার্টেনের লাখো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য সৃষ্টি করবে। তারা বলেন, একটি সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্যমূলক পদক্ষেপ হতাশাজনক। দেশের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব মোঃ গোলাম মোস্তফা গোলাম।
সমাবেশে নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— বাবু শম্ভুনাথ সাহা, মোঃ আনিসুর রহমান আনিস, আহসানুজ্জামান মুকুল, মিজানুর রহমান, আরিফিনা আক্তার মিতালী, সাবিনা ইয়াসমিন, শফিউদ্দীন মিয়া, মীর ওবায়েদ, মোস্তাক মিয়া, রয়েল মিয়া, আজিম মিয়া, মানিক মিয়া, আফতাব উদ্দিন আপন এবং আব্দুর রশিদ মিয়া। এ সময় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেয়।
বক্তারা আরও বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়বে এবং শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তারা জানান, প্রয়োজন হলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।
মন্তব্য করুন