প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৬:১৭ পিএম

অনলাইন সংস্করণ

বেনাপোল মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে ১২ সদস্যের প্রতিনিধি দল

 

আনোয়ার হোসেন.নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশে মানবপাচার প্রতিরোধ  কার্যক্রম  চলমান পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের বাস্তবায়ন যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল  যশোর বেনাপোল সীমান্ত সফর করেছে।

গতকাল বুধবার (২৩শে জুলাই) সকাল ১০টার দিকে প্রতিনিধি দলের আগমন উপলক্ষে  যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগন যশোর বিমানবন্দরে তাদের কে স্বাগত জানায়।

১২ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান, মোহাম্মদ গোলাম মোহাম্মদ ভূঁইয়া, এডিশনাল ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ, সি আই ডির এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মারুফ আল্লাম, পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের উপ-পরিচালক শহিদুল ইসলাম সোহাগ, অর্থনৈতিক বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুস সালাম চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সহকারী সচিব মোহাইমিনুল ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রোগ্রাম কর্মকর্তা পূজা ভল্লা।

যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান জানান, প্রতিনিধি দলটি বাংলাদেশে মানবপাচার প্রতিরোধ পরিচালিত সমন্বিত মানবপাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির কার্যক্রম পরিদর্শনের জন্য যশোরের শার্শা উপজেলায় বিভিন্ন সিমান্তের স্থান পরিদর্শনে করেন। এই কর্মসূচির আওতায় দেশের সীমান্তবর্তী এলাকা হিসেবে যশোর বেনাপোলে অবস্থিত রাইটাস এর একটি শাখা পরিদর্শণ করে। পরে, শার্শা ইউনিয়ন পরিষদে স্থানীয়দের সাথে মতবিনিময় ও নাভারণ বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালায় আলোচনা করেন। এছাড়া সর্বক্ষেত্রে মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগী উদ্ধার, পুনর্বাসন ও সেবা কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসনের ভূমিকা পর্যালোচনা করছেন প্রতিনিধি দলটি।

স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকাত মেহেদী সেতু, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া যশোর জেলা ও উপজেলা পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা গন।

মন্তব্য করুন