প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:০৪ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল

 

ক্রীড়া ডেস্কঃ

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শ্রীলঙ্কাকে একতরফাভাবে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

লাল-সবুজদের পক্ষে জোড়া গোল করেন পূজা রানী। বাকি তিনটি গোল করেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা এবং আফঈদা।

ম্যাচের শুরুটা কিছুটা অগোছালো ছিল বাংলাদেশের জন্য। প্রথমদিকে আক্রমণে যাওয়ার চেষ্টায় থাকলেও কাঙ্ক্ষিত ফিনিশিং আসেনি। বরং ৭ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সম্ভাবনা তৈরি করেছিল শ্রীলঙ্কা। তবে লায়ানশিকা জেসোথেরানের নেওয়া দুর্দান্ত শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী।

এর দুই মিনিট পর আক্রমণে ওঠে বাংলাদেশ। লঙ্কান বক্সে টানা দুটি প্রচেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। ১৪ মিনিটে রাইট উইং থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন কানন রানী বাহাদুর। বলটি এসে পড়ে রুমা আক্তারের সামনে, কিন্তু লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডে সেভ করে গোল বাঁচান।

শেষমেশ ২৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ভেতর থেকে কানন রানী বাহাদুরের দারুণ শটে এগিয়ে যায় লাল-সবুজ দল। এরপর আরও দুটি আক্রমণ এলেও গোল হয়নি। ২৯ মিনিটে পাল্টা আক্রমণে বাংলাদেশের বক্সে ঢুকে পড়েন লঙ্কান ফরোয়ার্ড ইন্দ্রন গ্রেগরি, তবে গোল করতে ব্যর্থ হন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তৃষ্ণার একটি শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন পূজা রানী। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী হয়ে নামে লাল-সবুজের মেয়েরা। ৭৩ মিনিটে পূজা রানী করেন তার দ্বিতীয় গোল করেন। ৮৬ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন তৃষ্ণা। যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আফঈদা করেন ম্যাচের শেষ গোল।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল।

মন্তব্য করুন