প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৯:০২ পিএম

অনলাইন সংস্করণ

সেনবাগের ইউপি চেয়ারম্যান কারাগারে

 

মোঃ ইব্রাহিম প্রতিনিধি সেনবাগ নোয়াখালী :

সেনবাগের ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বেলাযেত হোসেন সোহেল কারাগারে।বৃহস্পতিবার তিনি সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা ও প্রান নাশের ঘটনায় দায়ের করা একটি মামলায় জামিনের জন্য নোয়াখালী বিচারিক আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দিলে কোট পুলিশ তাকে কারাগারে প্রেরন করে।জানাগেছে, বিগত নির্বাচনে ধানের শীর্ষ মার্কার প্রার্থী  জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী প্রচারনা সময় বেলায়েত হোসেন সোহেলে সহ অন্যাণ্য আসামিরা প্রচারণায  বাঁধা দিয়ে ফারুকোর ওপর হামলা করে  ও তাকে প্রান নাশের চেষ্টা চালায়৷ ওই  ঘটনায় সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ন কবির হুমু বাদি হয়ে  দায়ের করা মামলায় সোহেল চেয়ারম্যান গ্রেফতার হন।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান,তিনি গ্রেফতারের বিষযটি বিভিন্ন  সুত্র থেকে জেনেছেন। কাল অফিস খোলা গেলে সঠিক তথ্য নিশ্চিত হওযা যাবে।

মন্তব্য করুন