প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫, ০৫:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

হাটহাজারীতে ‘জুলাই আন্দোলনে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা


মোঃ একরামুল হক
হাটহাজারী সংবাদদাতা।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) হাটহাজারী ডাকবাংলো চত্বরে ‘ছাত্র-জনতার মঞ্চ’-এর উদ্যোগে ‘জুলাই আন্দোলনে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী এবং প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি কিফায়তুল্লাহ।

বক্তারা বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শতাধিক আলেম-উলামা ও মাদরাসার ছাত্র শহিদ হয়েছেন। তারা বলেন, এ আন্দোলনের সূচনা হাটহাজারী থেকেই হয়েছিল, যা পরে কওমি অঙ্গনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

আলোচনায় আরও উঠে আসে—২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আলেমদের নেতৃত্ব ঐতিহাসিক অবদান রেখেছে। বিশেষভাবে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ছাত্ররা আন্দোলনকারীদের পানীয়, খাবার ও আশ্রয় দিয়ে মানবিক ভূমিকা পালন করে।

প্রধান আলোচক শায়খ মুফতি হারুন ইজহার বলেন, “জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করা হলে তা দেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় অনুভূতির উপর আঘাত হবে।”

বিশেষ আলোচক ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। আলোচনায় অংশ নেন আল্লামা শোয়াইব জমিরি, আল্লামা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জাফর আহমদ, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা আলমগীর মাসউদসহ জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা জিহাদুল ইসলাম ও মাওলানা তৌহিদুল ইসলাম।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসাইন।

মন্তব্য করুন