প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতা: ৪ প্রবাসী চারদিনের রিমান্ডে

 

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে দায়ের করা বিমানবন্দর থানার মামলায় চার বাংলাদেশি প্রবাসীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া চারজন হলেন—নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ। তাদের মধ্যে সোহাগ, রেদোয়ানুল ও জাহেদকে ৩ জুলাই মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়। মাহফুজকে সোমবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক কে. এম. তারিকুল ইসলাম প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার।

 আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হয়। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ জুলাই এন্টি টেররিজম ইউনিটের ইনটেলিজেন্স শাখার পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন ৩৫ জনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। 

এজাহারে বলা হয়, আসামিরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সদস্য সংগ্রহ, প্ররোচণা, এবং অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা ই-ওয়ালেট ও আন্তর্জাতিক চ্যানেলে স্থানান্তর করতেন। অভিযোগে বলা হয়, সংগঠনের সদস্যরা বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা দিতেন।

মালয়েশিয়ান পুলিশ গত ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত ধাপে ধাপে এসব প্রবাসীকে গ্রেপ্তার করে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসামিরা দেশে ফিরে এসে সন্ত্রাসবাদে জড়িত হয়ে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মন্তব্য করুন