প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০১:০০ পিএম

অনলাইন সংস্করণ

নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

 

 

জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ” টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাগরপুর উপজেলা শাখা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় র‍্যালিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নাগরপুর উপজেলা আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোসলেম উদ্দিন।

বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী আদর্শই একমাত্র পথ, যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সমাজব্যবস্থার বিকল্প নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সেক্রেটারি হাফেজ মোঃ আজিম উদ্দিন ইসলাম, শ্রমিক সেক্রেটারি মোঃ আব্দুল কাদের মিয়া, শ্রমিক নেতা মীর মোশাররফ হোসেন, যুব বিভাগের প্রতিনিধি ডাক্তার আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 

মন্তব্য করুন