প্রকাশিত: ৫ আগষ্ট, ২০২৫, ০৬:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

ধামইরহাটে জুলাই অভু্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বিজয় র‌্যালী

 

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বিজয় র‌্যালী বের করা হয়েছে, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটায় ছাত্র-জনতা। ৫ আগস্ট বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা’র নেতৃতে দলীয় কার্যালয় থেকে একটি বিজয় র‌্যালী ধামইরহাট নিমতলীর মোড় হয়ে আমাইতাড়া মোড় প্রদক্ষিণ করে। র‌্যালীতে আরও অংশ নেন ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার, কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আরমান হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি,  ছাত্রদল নেতা ওমর ফারুক রুমন, রুবেল হোসেন রতন, মো. ফয়সাল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন