প্রকাশিত: ৫ আগষ্ট, ২০২৫, ০৬:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‌্যালি

 

 

জুয়েল রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

:ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র নেতৃত্বে র‌্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালিটি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স, সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড বিজয় র‌্যালি ও শুভযাত্রা সহকারে নেতাকর্মীরা সমবেত হন সরকারি কলেজ চত্বরে।

এ সময় উপস্থিত নেতারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে পুনরায় মুক্ত করার অঙ্গীকার নিয়েই আজকের এ বিজয় র‌্যালি।”

বক্তব্য ও শান্তিপূর্ণ র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের মাধ্যমে দলটির নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

মন্তব্য করুন