প্রকাশিত: ৫ আগষ্ট, ২০২৫, ০৬:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপণ উপলক্ষে   বিএনপি'র  বিজয় র‍্যালী

 

 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থানে   ফ্যাসিস্ট আওয়ামী  সরকার শেখ হাসিনার পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট)  দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপি, শহর বিএনপি ও সহযোগী সংগঠনের  আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করা হয়।  উপজেলা বিএনপির কার্যালয় থেকে আয়োজিত  বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‍্যালীতে বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালী শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যকরি নির্বাহী কমিটির সদস্য শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে  জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,  আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবু রায়হান রুপম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল,  পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক চৌধুরী অকুল । এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কৃষক দলের আহবায়ক আবু হারিছ বাচ্চু, যুবদলের যুগ্ন-আহবায়ক এখলাছুর রহমান লিটন,ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্র দলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফিসহ  প্রমূখ।

মন্তব্য করুন